জন চিনা শেয়ার করলেন ঋষি কাপুর ও ইরফান খানের ছবি

নিউজ ডেস্কঃ জন চিনাকে সকলেই চেনেন ডব্লুডব্লুই তারকা।তিনি অভিনয়ও করতেন।বিলিউড তারকা ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুর খবর তাঁর কানেও পৌঁছেছে।এই খবর পেয়ে জন চিনাও শোকগ্রস্থ।সম্প্রতি এক সোশ্যাল মিডিয়াতে দুই তারকার ছবি দিয়ে তিনি শোকপ্রকাশ করেছেন।হাজার হাজার কমেন্ট পড়েছে ঐ ছবির নিচে।জন চিনা ঋষি কাপুর আর ইরফান খানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে সেটা কেও ভাবতেই পারেনি।