সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে সৃষ্ট সমস্যা ও তা থেকে বাঁচার উপায় বাতলাবে ওয়েবসিরিজ ‘বিভ্রান্তি’

সমাপ্তি রায়:
খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ওয়েবসিরিজ বিভ্রান্তি।বিএইচ ফিল্ম প্রোডাকশনের পরিবেশনায় শুরু হতে চলেছে এই ওয়েবসিরিজ।

তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে অধিক মানুষের সংসার ধরাশায়ী হয়ে যায়।জীবনে চলার পথে সঠিক ব্যক্তির সাহচর্য বুঝে চলাটা সকলের একান্ত প্রয়োজন নাহলে জীবনে বিভ্রান্তির সৃষ্টি হয়।সংসার জীবনের এই ওঠা পড়ার গল্প নিয়েই এগিয়ে চলবে ওয়েবসিরিজ ‘বিভ্রান্তি’ এর গল্প।

এটি পরিচালনা করেছেন অভিষেক তিওয়ারি।চিত্রনাট্যে আছেন জয় মুখার্জ্জী, সিনেমাটোগ্রাফার শঙ্খদীপ দত্ত।সঙ্গীত পরিচালনা করেছেন নবারুণ দাশগুপ্ত।গানে আছেন দেবারতি দাশগুপ্ত সরকার ও নবারুণ দাশগুপ্ত।সাজসজ্জায় মৌসুমী ও প্রিয়াস।

এই ওয়েবসিরিজে অভিনয় করেছেন স্নেহা মুখার্জ্জী ও শবর নারায়ন মিশ্র।বাঁকুড়ার বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশে হয়েছে এই ওয়েবসিরিজের দৃশ্যায়ন।কলাকুশলীরা সকলেই আশাবাদী এই ওয়েবসিরিজের সাফল্য নিয়ে।