রাজ্যের আমূল পরিবর্তনে মন্ত্রী সাধন পান্ডে- তাঁর সাথে বাস্তবের চমক

নিউজ ডেস্কঃ
আমাদের রাজ্যের উন্নতির পিছনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী র যেমন অবদান আছে তেমনি মন্ত্রী সাধন পান্ডের অবদান অপরিসীম। তিনি আমাদের রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর এবং স্বনির্ভর গোষ্ঠী দপ্তরে অবস্হান করছে। তাঁর কাজ এবং আশার বাণী তে লোকে জোর পেয়ে নিজেদের পায়ে কাজ কর্ম করার বল পেয়েছে।

এই দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে জানায় , আমরা এই মুহূর্তে একটা কঠিন মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের কে আরও সচেতন হতে হবে। এত তাড়াতাড়ি হাল ছাড়লে চলবে না। সামনে আরো বড় ঝড় আসছে। মনের জোর আরো শক্ত করতে হবে। সব যুবক ভাইদের শরীরের মনোবল আরো শক্ত করতে হবে।
শরীরে আরো ইমুউনিটি বাড়াতে হবে।
তিনি বলেন বেকারত্বের জ্বালা ঘুচবেই।
তিনি প্রত্যেকটা ওয়ার্ড এ গিয়ে সব আমফান ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের চাল , ডাল , প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে অভাবের জ্বালা যতটা পেরেছেন ঘুচিয়েছেন ।
উন্নয়নের দিক দিয়ে রাজ্য এখন অনেক এগিয়ে।
করোনার জন্য তিনি ভয় না পেয়ে , বাড়িতে বসে না থেকে , নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেক মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ।
তিনি এতটাই উপন্যাস প্রেমী একজন মানুষ তিনি সকলকে পায়েল সরকারের ” বাস্তব ” উপন্যাস টি পড়তে বলেন।
আমদের তরফ থেকে সাধন পান্ডের জন্য অনেক শুভেচ্ছা।।