শিক্ষক দিবসের অনুষ্ঠান পরিচালনা করে নজির সৃষ্টি করলেন অভিভাবকেরা

সমাপ্তি রায় :
এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষক দিবসের দিন শিক্ষকদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে একটি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে।তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘এমপি বিড়লা ফাউন্ডেশন গুরুবন্দনা ২০২০’ শীর্ষক এই অনুষ্ঠানের উদ্যোগ তাঁরাই প্রথম নেন।অনুষ্ঠানটি চলে সকাল ৮ঃ৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নাচ,গান, আবৃত্তি, নাটক এবং রঙিন শুভেচ্ছাপত্রের মতো বর্ণনামূলক বক্তৃতার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রদ্ধাজ্ঞাপন করে।পিছিয়ে ছিলেননা অভিভাবকগনও।তাঁরাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের একটি স্মরণীয় দিন উপহার দেন।নিজেদের বাড়িতে বসে স্বাচ্ছন্দে টেলিভিশন দেখার মতো এই অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষকরা।
গত ১মাস ধরে এই অনুষ্ঠানটি করার জন্য যে সকল স্বেচ্ছাসেবক অক্লান্ত ও নিরলস পরিশ্রম করেন তাদের সকল শিক্ষক ও পরিচালন সমিতির পক্ষ থেকে আশির্বাদ ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।বিদ্যালয়ের অভিভাবকদের এমন একত্রিত ভাবে এমন সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য তাঁদের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয় ও তাঁদের জন্য তাঁরা গর্বিত তাও জানান।এই প্রতিকূল সময়ে এই ধরনের একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন নজর কেড়েছে সকলের।জুগিয়েছে সাহস।ইচ্ছে থাকলে কোনো প্রতিবন্ধকতাই যে টিকতে পারেনা তাঁর প্রকৃষ্ট উদাহরন এই অনুষ্ঠান।