বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ; আটক ১

নিউজ ডেস্কঃ
ফের আক্রান্ত বিজেপি কর্মীরা।বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, ততই যেন সারা রাজ্য জুড়ে আক্রান্ত হতে হচ্ছে বিজেপি কর্মীদের।সম্প্রতি পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকির অভিযোগে নেতাজিনগর ও পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন ৯৯নং ওয়ার্ড ও ১০০নং ওয়ার্ডের বিজেপি কর্মীরা।স্থানীয় বিজেপি নেতা শান্তনু সরকার জানান “যেদিন থেকে বাপ্পাদিত্যদা দক্ষিণ কলকাতা জেলাী যুব মোর্চার সভাপতি হয়েছেন, সেদিন থেকে একের পর এক বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে।
পার্টি অফিসে ঢুকে ভাংচুর চালানো হয়েছে তো কখনও আগ্নেয়াস্ত্র নিয়ে কর্মীদের উপর হামলা চালানো হয়েছে।ঘটনায় সুম্পিল শিকদার, বিশ্বজিৎ পোদ্দার, অভি দত্ত ও সোমনাথ রায় গুরুতরভাবে আহত হয়েছেন।প্রশাসনকে বারবার জানানো স্বত্বেও তাঁরা কোনোরকম ব্যবস্থা গ্রহন করছেন না”।
এই অভিযোগের বিরুদ্ধে পথে নামেন বিজেপি কর্মীরা।
থানার সামনে চলে বিক্ষোভ প্রদর্শন।এই বিক্ষোভের নেতৃত্ব দেন রাজ্য সম্পাদিকা সংঘমিত্রা চৌধুরী, জেলা সম্পাদক অরুণাভ মজুমদার, সহ সভাপতি রাজা ঘোষাল, জেলা সদস্য রাজা ভট্টাচার্য্য সহ স্থানীয় কর্মীরা।জয়ন্ত ঘোষ, রাহুল দে, শ্যামসুন্দর ঘোষ, বুবাই ঘোষ, ছোটকা ঘোষ ও প্রসেনজিৎ দাসের বিরুদ্ধে গ্রেফতারির দাবী জানানো হয়।ঘটনায় এখনও পর্যন্ত ১জনকে আটক করা হয়েছে পুলিশের তরফে।