স্বামী বিবেকানন্দের ধর্ম মহাসভার বক্তৃতার ১২৭বছর পূর্তি অনুষ্ঠান পালন করা হল

নিউজ ডেস্কঃ
আজ থেকে ১২৭ বছর আগে বাংলার এক মহাপুরুষ শিকাগো ধর্ম মহাসভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব ভ্রাতৃত্ববোধের বার্তা দেন।স্বামী বিবেকানন্দের সেই বার্তা আজও বিশ্বের দরবারে বন্দিত।
ভারতবর্ষের পাশাপাশি সেদিন গর্বিত হয়েছিল বাঙালীজাতি।সেই ঘটনার ১২৭ বছর পূর্তি উপলক্ষে আজ স্বামী বিবেকানন্দের জন্মভিটেতে এক অনুষ্ঠানের আয়োজন করে উত্তর কলকাতা জেলা বিজেপি।
স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও হিন্দু মহাসভায় স্বামীজির বাণীর মর্মার্থ ও আজও তা কতটা প্রাসঙ্গিক এবং ভারতের নাম উজ্জ্বল করার পাশাপাশি সেই বাণী কিভাবে যুব সমাজকে উদ্বুদ্ধ করে তা নিয়ে বক্তব্য রাখেন বিজেপি উত্তর কলকাতা জেলার সভাপতি শিবাজি সিংহ রায়।
হিন্দু ধর্মের স্থান পৃথিবীতে শীর্ষে নিশে যাওয়ার ক্ষেত্রেও যে স্বামী বিবেকানন্দের এই বার্তা অপরিহার্য ও তার পদাঙ্ক অনুসরন করেই যে হিন্দু ধর্মের প্রচার গতি পায় তাও এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যক্ত করা হয়।