‘নামেগ’ – র নতুন কালেকশন

নিজস্বসংবাদদাতা :
৫৬এ রাজা বসন্ত রায় রোড, কলকাতার এই অঞ্চলে অত্যাধুনিক হ্যান্ড মেড এবং অদ্বিতীয় হস্তশিল্পের প্রতিষ্ঠান হল ‘নামেগ ‘। ১৫ ই ডিসেম্বর বিশিষ্ট টলি অভিনেত্রী অরুণিমা ঘোষ তাদের নতুন কালেকশন ট্রেডিশনাল শাড়ির উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন সংস্থার তিনজন কর্ণধার নমিতা দাসহোরা, মেঘালী বড়ুয়া লাহিড়ী, রুপালি বড়ুয়া।
সেখানকার কালেকশন সম্পর্কে তিনজন কর্ণধার বলেন, ” দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের হাতের তৈরি জিনিস আমরা এখানে প্রদর্শিত করি। আমরা মনে করি সঠিক মানুষের কাছ থেকে সঠিক গুণগত মান সমন্বিত জিনিস পাওয়া যায়। শাড়ির দিক থেকে দেখা গেলে আমরা এই শাড়ি গুলি দক্ষিণ ভারত থেকে নিয়ে আসি। “
উপস্থিত অভিনেত্রী অরুণিমা ঘোষ বলেন, ” নামেগ এর অনুষ্ঠানে আমি এসে অত্যন্ত খুশি। এখানকার কালেকশন খুব সুন্দর এবং ইউনিক। এখানকার শাড়িও খুব সুন্দর।”
অন্যান্য জিনিসের মধ্যে এখানে রয়েছে ফেব্রিক্স, কুর্তি-টপ, ফার্নিচার প্রিসেস, ঘর সাজানোর বিভিন্ন জিনিস ইত্যাদি।
এখানকার শাড়ির দাম শুরু হচ্ছে ১৫০০ টাকা থেকে। গয়নার কালেকশন শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে।