শনিবারেও লাগবেনা মেট্রোর ইপাশ

এতদিন পর্যন্ত গোটা রবিবার ইপাস দরকার হতো না। আগামী ১৯ ডিসেম্বর থেকে শনিবারও দরকার হবে না ইপাশের। বাড়ানো হলো রবিবারের মেট্রো সংখ্যাও।
মেট্রো সূত্রে খবর, বর্তমানে রবিবার মেট্রো সংখ্যা ছিল মোট ৬৮, আগামী রবিবার ২০ ডিসেম্বর থেকে তা বেড়ে হচ্ছে ১০২। রবিবার দুটি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবেন ১৫ মিনিট করে । রবিবার কবি সুভাষ দমদম থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টায়। নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন ৯ টা ৯মিনিটে। উল্লেখ্য এখন থেকে রবিবার কবি সুভাষ ও দমদম থেকে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে নটা। নোয়াপাড়া থেকে শেষ ট্রেন ৯টা ২৫ মিনিটে।
বর্তমানে সোম থেকে শুক্র পর্যন্ত দিনের নির্দিষ্ট সময় ছাড়া বাকি সময়ে ইপাশের শিথিলতা দেওয়া হয়েছে মেট্রো যাত্রীদের। এছাড়া সিনিয়র সিটিজেন, মহিলা ও ১৫ বছরের নিচের শিশুদের ইপাস লাগতো না । এখন শনি ও রবিবার সম্পূর্ণ দিন লাগবে না ইপাশ। এর ফলে মেট্রো যাত্রা কিছুটা হলেও সহজ হতে চলেছে। তবে এই মুহূর্তে টোকেন ব্যবস্থা চালু হবেনা জানানো হয়েছে মেট্রো তরফ থেকে।