ভারতীয় নৌবাহিনীতে এসএসসি আধিকারিকদের স্থায়ী কমিশনে অনুমতি

নিজস্ব সংবাদদাতা : শর্ট সার্ভিস কমিশন (এসএসসি)-এর আধিকারিকদের স্থায়ী কমিশনে অনুমোদনের বিষয়ে চলতি বছরের ১৭ই মার্চের মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে ভারতীয় নৌবাহিনী (১৮ই ডিসেম্বর) স্থায়ী কমিশনের জন্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছে। মোট ৮০ জন এসএসসি আধিকারিককে শূন্য পদ এবং লিঙ্গ নিরপেক্ষ মেধার ভিত্তিতে স্থায়ী কমিশনে অনুমোদন দেওয়া হয়েছে। স্থায়ী কমিশনে অনুমোদিত আধিকারিকদের তালিকায় ৪১ জন মহিলা এবং ৩৯ জন পুরুষ আধিকারিক রয়েছেন।