উত্তর শহরতলীতে মহিলা মোর্চার সভা

নিজস্ব সংবাদদাতা:
আজ কলকাতা উত্তর শহরতলী জেলা ভারতীয় মহিলা মোর্চার অন্তর্গত বরানগর মহিলা মোর্চার তরফে ‘আর নয় মহিলাদের অসুরক্ষা’ শীর্ষক একটি ধর্নার আয়োজন করা হয়।এই ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী ডলি গুহ, রাজ্য সম্পাদিকা ও জেলা অবসারভার রাখী মিত্র, রাজ্য সম্পাদিকা পিয়ালী গুহ, জেলা সম্পাদিকা রাখী সরকার ও সবিতা ভৌমিক, জেলার আইটি তরফে পূর্বা চৌধুরী, রাজ্যের লিগ্যাল সেলের কনভেনর সুমন শ্রীবাস্তব ও বরানগরের অবজারভার শিল্পী হালদার।ছিলেন ন্যাশনাল কাউন্সিল মেম্বার মহাদেব বসাক, বরানগরের কনভেনর রঘুনাথ মন্ডল, বরানগর মন্ডল ১এর সভাপতি হেমন্ত সাউ, মন্ডল ২এর সভাপতি তন্ময় মিশ্র, মন্ডল ৩এর সভাপতি সন্দীপ দাস ও মন্ডল ৪ এর সভাপতি স্বপন কর। এছাড়াও ছিলেন বরানগর মন্ডল ১এর সভানেত্রী মলি রায়, মন্ডল ২ এর সাধারন সম্পাদিকা পূর্ণিমা অধিকারী, সহ সভানেত্রী নন্দিনী শর্মা ও সরিতা বিশ্বাস, সম্পাদিকা সুনীতা সাউ, মন্ডল ৩ এর সভানেত্রী ভারতী সরকার ও মন্ডল ৪ এর সভানেত্রী সুস্মিতা পাল।
সভা থেকে তৃণমূল সরকারের আমলে নারী সুরক্ষার অবনতি, অপসাশন, দুর্নীতি ও গুন্ডারাজের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে চলার ডাক দেন সকল নেতৃত্বরা।আগামি দিনে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে বলেও তারা দাবী করেন।রাজ্যে সরকারেরে এলে সর্বপ্রথম নারী সুরক্ষার বিষয়ে লক্ষ্য করা হবে বলেও ঘোষনা করা হয়।