রাজ্যের দ্বাদশের পড়ুয়াদের ১০,০০০ টাকা

নিজস্ব সংবাদদাতা , কলকাতা : করোনা মহামারীর জন্য গত মার্চ মাস থেকে স্কুল-কলেজ , বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কিছুটা হলেও ধাক্কা খেয়েছে পড়াশোনা। রাজ্যের বিভিন্ন স্কুল অনলাইনে পড়াশোনা শুরু করলেও যে সমস্যা দেখা যায় তা হল সবার কাছে সঠিকভাবে স্মার্টফোন বা ইন্টারনেট কানেকশন নেই। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য ট্যাব দেওয়া হবে। এর জন্য ট্যাব প্রয়োজন প্রায় সাড়ে ৯ লক্ষ।
আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, ‘রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্র-ছাত্রীকে ট্যাবের বদলে সোজাসুজি তাদের একাউন্টে ১০,০০০ টাকা করে দিয়ে দেওয়া হবে। তিনি বলেন এই কম সময়ে এত পরিমান ট্যাব জোগাড় করা খুব অসম্ভব, কোনো সংস্থার কাছে এই এত পরিমান ট্যাব বর্তমানে নেই। তাই ছাত্র-ছাত্রীদের একাউন্টে ১০,০০০ টাকা করে দিয়ে দেওয়ার ফলে তারা নিজেদের মতন ট্যাব বা মোবাইল কিনে নিতে পারবে’।