বড়দিনে কিছুটা শিথিল ইপাশ

বড়দিন উপলক্ষে কলকাতা মেট্রো কিছুটা হলেও যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ইপাশের নিয়মের কিছু শিথিলতা আনতে চলেছে।
আগামী ২৫ শে ডিসেম্বর সর্বমোট মেট্রো রেল চলবে ২১৬টি। প্রথম ট্রেনটি কবি সুভাষ ও দমদম থেকে ছাড়বে সকাল সাতটায়। এবং নোয়াপাড়া থেকে ছাড়বে সাতটা নয় এ ।
শেষ ট্রেন দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে রাত সাড়ে নটায়, নোয়াপাড়া থেকে শেষ ট্রেন ৯টা ২৫ এ।
দিনের ব্যস্ত সময় দুটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে ৭ মিনিট করে। উল্লেখ্য মেট্রো কর্তৃপক্ষ আগেই সিনিয়ার সিটিজেন, মহিলা এবং ১৫ বছরের নিচের শিশুদের জন্য ইপাশের ব্যবস্থা তুলে দিয়েছে। বাকি যাত্রীদের জন্য ইপাস লাগবে কিছু বিশেষ সময়ে। ২৫ ডিসেম্বর অন্যান্য যাত্রীদের জন্য ইপাস লাগবে দুপুর ৩ টে থেকে রাত ৮টা পর্যন্ত। কোন টোকেন ব্যবস্থা থাকবে না , স্মার্ট কার্ড এর মাধ্যমেই যাত্রীদের যাতায়াত করতে হবে।