মন্দির দর্শন শুরু পুরিতে

দীর্ঘ ৯ মাস পর আজ থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। প্রথম ধাপে মন্দির খোলার পর প্রথম তিনদিন সেবায়েতদের পরিবার ছাড়া আর অন্য কারও প্রবেশ অনুমতি দেওয়া হয়নি। ২৬ তারিখ পর্যন্ত কেবলমাত্র সেবায়েতদের পরিবার মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। তারপর ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরীর বাসিন্দা মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে, তারিখ দিয়ে শহরের ওয়ার্ড নম্বর ভাগ করে দেওয়া হয়েছে। এবং ৩ জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পুরীর মন্দির। এদিকে, ভিড় এড়াতে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুরীতে। স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে ভক্তদের জন্য। এতদিন শুধুমাত্র ন্যূনতম সংখ্যায় সেবায়েতরাই নিয়ম মেনে দেবসেবার জন্য মন্দিরে ঢুকতে পারতেন। রথযাত্রার পুণ্য তিথিতেও ভক্তকুলের জন্য বন্ধই ছিল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দরজা। ৩১ ডিসেম্বর পর্যন্ত এভাবেই প্রতিদিন মন্দির খোলা থাকবে। ৩ জানুয়ারি ভক্তকুলের জন্য খুলে দেওয়া হবে জগন্নাথ দেবের মন্দিরের দরজা। প্রথম সপ্তাহে প্রতিদিন ৫ হাজার করে দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন। এরপর পরিস্থিতি পর্যালোচনা করেপরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে।