ছবি আঙ্গুলের ছাপ তবেই হবে স্বাস্থ্য সাথীর কার্ড

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রাজ্যের ১০ কোটি মানুষ থাকবে। দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য সাথীর আবেদনপত্র দাখিল করলেই চলবে না তার সাথে বাড়ির সব সদস্যের ছবি ও দুই হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দরকার । সূত্রের খবর আবেদনপত্র গ্রহণ এর কাজ আগামী জানুয়ারি মাস পর্যন্ত চললেও আঙ্গুলের ছাপ সংগ্রহের কাজ চলতে থাকবে। স্বাস্থ্য ভবন অনুযায়ী ইতিমধ্যে কার্ড হাতে পেয়েছেন ৫লক্ষ পরিবার, যদি হিসাব করে দেখা যায় তাহলে কুড়ি লক্ষ মানুষ এর আওতায় এসেছেন । ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা পড়েছে ৪০ লাখের বেশি পরিবারের। আরো ন্যূনতম কুড়ি লক্ষ পরিবার আবেদন করতে পারেন আগামী দিনে।
আবেদনপত্র গ্রহণ করার পর ছবি ও আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য ফোন মারফত মেসেজ পাঠিয়ে বিভিন্ন দিনে ডাকা হচ্ছে।