জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৯৬ তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ কলকাতার যাদবপুর বিধানসভার লড়াকু কার্যকর্তা শান্তনু সরকার এর উদ্যোগে কেক কেটে জন্মদিন পালন করলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৬ নম্বর ও ৯৯ ওয়ার্ডের বিজেপির অন্যান্য কর্মকর্তারা।
এই প্রসঙ্গে বিজেপি নেতা শান্তনু সরকার বলেন, ” অটল জীর জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে দেশের ৯ কোটি কৃষকের জন্য ১৮ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দের ছাড় দিল মোদী সরকার৷ যার ফলে কৃষকদের যথেষ্ট সুবিধা হবে।”
এছাড়াও তিনি আরো বলেন, “কেন্দ্রের নতুন কৃষি আইন মেনে নিয়েছেন কৃষকরা তারা বুঝতে পেরেছে তাদের সুবিধা হবে এই বিলে। তবে এই রাজ্যের কৃষকরা চাষ করার পর ফসলে লাভ না পাওয়ায় তারা হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এরাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের ভুল বোঝাচ্ছে।” পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে কৃষকদের দুর্দশা দিন আর থাকবে না।