সুস্থ হচ্ছে দেশ

কোভিড জনিত অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারতে সক্রিয়ভাবে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমেই কমছে। দেশে সক্রিয়ভাবে কোভিড আক্রান্তের সংখ্যা আজ নেমে হয়েছে ২ লক্ষ ৭৭ হাজার ৩০১। শতকরা হিসাবে এই সংখ্যা নেমে হয়েছে ২ দশমিক ৭২ শতাংশ। যা ১৬৩ দিনে মধ্যে এই প্রথম। গত ২৪ ঘন্টায় মোট সক্রিয় কেসের সংখ্যা নেমে হয়েছে ১ হাজার ৩৮৯। গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ০২১। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ১৩১ জন। দেশে এখন কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশই কমছে। এদিকে, কোভিড আক্রান্ত হয়ে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ লক্ষ ৮২ হাজার ৬৬৯। অর্থাৎ সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৮৩ শতাংশ।