পুঁজি ছাড়া ব্যবসা

পুঁজি ছাড়া ব্যবসা করার পদ্ধতি নিয়ে আনলো ধানভান্টারি বিওসাইন্স । আজ এক সাংবাদিক সম্মেলনে কর্ণধার প্রণব মেয়ূর জানান, লকডাউন এর ফলে দেশে ও বিদেশের অর্থনৈতিক ব্যবস্থা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে, কাজ হারিয়েছেন বহু মানুষ। সে কথা মাথায় রেখে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলাম নাম পাপা অ্যাপ স্টোর। এখানে কুড়ি হাজারের বেশি প্রডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন তাও আবার কোনরকম পুজি ছাড়াই।
মেয়ূর জানান এই অ্যাপের মাধ্যমে জামাকাপড়, খাবার, গয়নাগাটি, গ্রোসারি সহ বিভিন্ন দ্রব্যাদি যে কোন মানুষ বিক্রি করতে পারবেন এবং তার নামে সংস্থা আলাদা একটি অ্যাপ্লিকেশন বানিয়ে দেবে। অ্যাপটি মোবাইল ছাড়াও ল্যাপটপ উইন্ডোজ আইওএসেও চলবে।
তার আশা এর মাধ্যমে কলেজ পড়ুয়া, বেকার যুবক সহ গৃহিণীরাও কিছু পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। স্বনির্ভর হতে পারবেন তারাও। এর ফলে বেকারত্ব অনেকটাই ঘুচবে।
তাদের কথায় যাদের নিজস্ব নিজস্ব ব্যবসা রয়েছে তারাও নিজেদের জিনিসপত্র এই অ্যাপের মাধ্যমে বিক্রি করতে পারবেন, নিজের ব্যবসা কে সম্প্রসারণ করতে পারবেন ।
এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দন কুমার ,আশুতোষ দাস, প্রদীপ গাঙ্গুলী, শাশিশ তিওয়ারি।