জিএইচটিসি – ইন্ডিয়ার আওতায় পয়লা জানুয়ারী প্রধানমন্ত্রী লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করবেন

নতুন দিল্লি, ৩০শে ডিসেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২১এর পয়লা জানুয়ারী বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬টি রাজ্যের ৬টি জায়গায় গ্লোবাল হাউজিং টেকনোলজি চ্যালেঞ্জ – ইন্ডিয়া (জিএইচটিসি – ইন্ডিয়া) –র আওতায় লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী ব্য়য়সাশ্রয়ী, স্থিতিশীল আবাসন প্রকল্পে উৎসাহিত করার জন্য “অ্যাফোরডেবল সাসটেনেবল হাউজিং অ্যাসেলারেটর – ইন্ডিয়া”য় (আশা – ইন্ডিয়া) বিজয়ীদের নাম ঘোষণা করবেন। তিনি ঐ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চল (পিএমএওয়াই – ইউ) মিশনের শ্রেষ্ঠ কাজের জন্য বার্ষিক পুরস্কার প্রদান করবেন।
প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ভারতীয় আবাসনের জন্য নতুন, ব্যয়সাশ্রয়ী, বৈধ পদ্ধতিতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির জন্য “নবরীতি” সার্টিফিকেট কোর্সের বিষয়ে তথ্য প্রকাশ করবেন। জিএইচটিসি – ইন্ডিয়ার মাধ্যমে ৫৪ রকমের উদ্ভাবনমূলক আবাসন নির্মাণ প্রযুক্তিকে চিহ্নিত করা হয়েছে। এই অনুষ্ঠানে আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছাড়াও ত্রিপুরা, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাডু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন।