দাদা কাল ফিরবেন
কথা ছিল আজ বাড়ি ফিরবেন মহারাজ। সকাল থেকেই ভক্তের ঢল নেমেছিল উডল্যান্ডস চত্বরে। কিন্তু মহারাজ নিজেই সিদ্ধান্ত নিলেন আজ নয়, বাড়ি ফিরবেন কাল। হাসপাতাল সূত্রে খবর, মহারাজের আর্জি মেনেই আরও একদিন তাঁকে পর্যবেক্ষণেই রাখা হবে। এদিকে লেখা হয়ে গিয়েছিল ডিসচার্জ সার্টিফিকেট। বাড়ি ফেরাতে চলে এসেছিলেন ডোনাও। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। এদিন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, নিজেই আরও একদিন হাসপাতালে থাকতে চেয়েছেন বিসিসিআই সভাপতি। আজ নয়, আগামীকাল ফিরবেন বাড়ি। মহারাজ গতকাল রাতে ভালই ঘুমিয়েছেন। সকালে ব্রেকফাস্টও খান। হাসপাতাল সূত্রে খবর, আজও সৌরভ গঙ্গোপাধ্যায়ের একদফা ইসিজি হবে।শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। গতকাল উডল্যান্ডসে এসে সৌরভকে পরীক্ষা করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। ১৪ দিন পর তাঁকে পরীক্ষার জন্য ফের আসতে হবে হাসপাতালে। এরপর বাকি দুটি স্টেন্ট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসক দেবী শেট্টি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর কথা বলেন মেডিক্যাল বোর্ডের সঙ্গে। দেবী শেট্টির পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা পদ্ধতি স্থির করা হবে। হাসপাতাল সূত্রে জানান হয়েছে আজ সারা দিন কোনও ভিজিটরকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। হাসপাতাল সূত্রেই জানা যাচ্ছে, মহারাজের থাইরয়েড, কোলেস্টরেলও সামান্য বেশি। পর্যবেক্ষণ করা হবে সেসবই। আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘরোয়া ডায়েটেই থাকতে হবে। খাদ্যতালিকা থেকে বাদ পড়ছে দুধজাতীয় খাবার। কোলেস্টরেল বাড়তে পারে এমন কিছুই খেতে পারবেন না মহারাজ। রেড মিট, বিরিয়নি আপাতত বন্ধ থাকবে। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল। যেখানে বসানো হয় স্টেন্ট। বাকি দু’টি ধমনীতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। গতকাল হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি জানান, শরীরের মধ্যে কেমিক্যাল চেঞ্জ হয়ে এমন ব্লকেজ হতে পারে। নির্দিষ্ট কারণ নেই। অ্যাঞ্জিওপ্লাস্টির পর মহারাজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে মঙ্গলবার সকালে উডল্যান্ডস হাসপাতালে আসেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি।
প্রথমেই ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন চিকিৎসক দেবী শেট্টি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন।
বড়িশার দুই বাই ছয়, পূর্ব বীরেন রায় রোডের গাঙ্গুলী বাড়ি অপেক্ষা করছে, ঘরের ছেলের ঘরের ফেরার জন্য।