সাংবাদিক নিগ্রহের অভিযোগ
আবার এক অপ্রীতিকর ঘটনা ঘটলো বাংলায়।জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে গত সোমবার ঘটে এই ঘটনা।একটি জিম এর উদ্বোধনের সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করায় নিগৃহীত হন এক সাংবাদিক।তাকে চড় পর্যন্ত মারা হয়।এমনটাই অভিযোগ ময়নাগুড়ি এলাকার তৃণমূল বিধায়ক অনন্ত দেব অধিকারীর বিরুদ্ধে|
ওই সাংবাদিক এর নাম সোমনাথ চক্রবর্তী।সকলের সম্মুখে এই ঘটনায় এফআইয়ার দায়ের করেছেন সোমনাথ বাবু।
পুলিশ সূত্রে জানানো হয়েছে এফআইআর এর কপি অনুযায়ী বিধায়ক অনন্ত দেব অধিকারী – সাংবাদিক সোমনাথ কে যখন জিজ্ঞাসা করেন যে সে তার প্রতিবেদন এ কি লিখেছেন?
তার উত্তরে তিনি বলেন যে বিধায়ক যা যা বলেছেন ঠিক তাই লেখা হয়েছে তখনই তাকে চর মারেন অনন্ত বাবু|
এদিকে বিধায়ক অনন্ত দেব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন, তিনি বলেন যে সোমনাথের কাজ তিনি দেখেছেন ও তিনি জানেন সোমনাথ সর্বদাই অপ্রীতিকর সংবাদ প্রকাশ করে থাকেন, আর সে সময় তিনি যা প্রশ্ন করেছিলেন তা যে কাউকে
রাগিয়ে তোলার জন্য যথেষ্ট|
এ প্রসঙ্গে রাজ্য বিজেপি ট্যুইট করে জানিয়েছে যে সাংবাদিকরাও তৃণমূলের অত্যাচারের হাত থেকে রক্ষা পাচ্ছে না।লজ্জা হওয়া উচিত রাজ্য সরকারের।
শিলিগুড়ি তথা রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক গোষ্ঠী ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন।