গ্রেপ্তার প্রিয়াঙ্কা চৌধুরী
জুনিয়র মৃধা মার্ডার কেসে প্রিয়াঙ্কা চৌধুরী কে গ্রেফতার করেছে সিবিআই। আজ সল্টলেক সিবিআই দফতরে ডাকা হয় জুনিয়র মৃধার মা-বাবাকে। সেই মতো আজ দুপুরে জুনিয়র মৃধার মা বাবা আসেন সল্টলেকে সিবিআই দফতরে। সূত্রের খবর, জুনিয়র মৃধা মার্ডার কেসে ধৃত প্রিয়াঙ্কা চৌধুরী এবং জুনিয়র মৃধার মাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই আধিকারিকরা।
জুনিয়র মৃধার বাবা সমরেশ মৃধা বলেন….
যতদূর জানি আমার স্ত্রীর সঙ্গে প্রিয়াঙ্কাকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
জুনিয়র মৃধার মা বলেন….
২০১১ সালে জুনিয়র মারা যাওয়ার তিনমাস আগে প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয়েছে। তারপর আর কথা হয়নি। ওর সঙ্গে আমি কথাই বলতাম না। যেদিন জুনিয়র দেহ এসেছিল সেদিন প্রিয়াংকা এসেছিল। ওকে বলেছিলাম আমায় দেখার কেউ রইল না। ও বলেছিল আমি দেখব তোমায়। প্রত্যেকটা খবর তোমায় দেবো। কে খুন করেছে কে কে আছে।তোমার বাড়িতে কে কে আসে সবকিছু বলব তোমাকে। তারপর আর যোগাযোগ করেনি। ওরা ব্যারাকপুর কোর্টে গিয়েছিল। আজ সিবিআই যা প্রশ্ন করবেন তার উত্তর দেবো। ওকে(প্রিয়াঙ্কাকে) তো কিছু বলব। আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেকে মেরে ফেলেছে। ও সঙ্গ দিতে পারবে না বলে। অন্য কারো মেয়ের সঙ্গে মিশতে দেবে না বলে মেরে ফেলবে। এতো বড় স্পর্ধা হলো কোথা থেকে। যত বড়লোক হোক। আমার ছেলে তোমার কাছ থেকে পয়সা নেইনি। তোমাদের বাড়িতেও যাইনি।