যঞ্জ করল অনুব্রত
ভোট যুদ্ধের আবহে কংকালীতলা মন্দিরে হোম যঞ্জ করলেন অনুব্রত মন্ডল। পঁয়তাল্লিশ কেজি ঘি দিয়ে বেল কাঠ সহকারে যঞ্জ করার জন্য বড় মাপের কুন্ডও বানানো হয় মন্দির চত্বরে। এদিন অনুব্রত মন্ডলের সঙ্গে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জী, রানা সিংহ ( অভিজিৎ ) সহ অনান্য নেতৃত্ব। শান্তিনিকেতনের অদূরেই কংকালীতলা মন্দির চত্বরে এদিন যজ্ঞ করে পুজো দেন অনুব্রত বাবু। তিনি দাবী করেন একুশের বিধানসভা নির্বাচনে ২১০ – থেকে ২২০ টি আসন পাব। বিজেপি কথায় কথায় ধর্মের জিগিড় তুলে হিন্দুত্বকে জাহির করে। এটা কি তারই কাউন্টার? এপ্রশ্ন রাজনৈতিক মহলের অনেকেই করছেন। যদিও অনুব্রতর পাল্টা যুক্তি আমি হিন্দু ঘড়ের ছেলে। আমার ঘড়ে শিব মন্দির আছে, দূর্গা আছে। আমি অন্যের কাছে হিন্দুত্ব শিখি না। এদিন বীরভূমের তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের উদ্যোগে কংকালীতলা মন্দিরে হোম যজ্ঞ করার পরিকল্পনা হওয়াই স্বাভাবিকভাবেই সাজ সাজ রব মন্দির চত্বরে। মন্দির চত্বরেই সাজানো হয় সামিয়ানা। নিরাপত্তার ব্যাবস্হাও করা হয় নজরে পড়ার মতো। অনুব্রত মন্ডলের সঙ্গে তার জেলা নেতারা সহ বোলপুর, শান্তিনিকেতন ও কংকালীতলা অঞ্চলের নেতৃত্ব ও সাধারন কর্মী সমর্থকরা ভীড় জমান মন্দির চত্বরে। জানা গেছে, মোট ১ কুইন্টল ১১ কেজি বেল কাঠ ও ৪৫ কেজি ঘি ব্যবহার করা হয়েছে। তাছাড়াও বীরভূম সহ বেলুর, হুগলী, হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে ১১ জন ব্রম্ভন কে আনা হয়েছে যঞ্জ করার জন্য। এদিন প্রায় পাঁচ হাজার মানুষ এই যঞ্জে অংশ নেয়।