দেশজুড়ে টিকাকরণ কর্মসূচির সূচনা প্রধানমন্ত্রীর
বহু প্রতিক্ষিত করোনা টিকাকরন । ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাকরণের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, দিন-রাতের পরিশ্রমের পরই এল এই সাফল্য। আজকের দিনটির জন্যই অপেক্ষায় ছিল দেশ। বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি ভারতেই বলেও দাবি করেন মোদি।
তিনি বলেন, ধাপে ধাপে সকলেই পাবেন এই টিকা। তবে যাঁদের আগে দরকার, তাঁরা আগে পাবেন। দুটি ডোজের মাধ্যমে দেওয়া হবে এই টিকা। দুটি ডোজই নিতে হবে।
তবে টিকাকরণের পরও কোভিড বিধি মেনে চলার পরামর্শ এদিন দেন প্রধানমন্ত্রী।