দরকার নেই মেট্রো ইপাশের – মেট্রো যাত্রীদের হয়রানির দিন শেষ

এতদিন মেট্রো রেলে চলার জন্য মহিলা বয়স্ক এবং ১৫ বছরের নিচের শিশুদের কোন ইপাশ লাগত না। আগামীকাল থেকে সাধারণ যাত্রীদের জন্য মেট্রোযাত্রা হয়ে উঠছে আরও সহজ। আর মোবাইল খুলে দিন এর নির্দিষ্ট সময়ের জন্য ই পাশ বুক করতে হবে না। আগামীকাল অর্থাৎ ১৮ই জানুয়ারি থেকে আর মেট্রো যাত্রার জন্য দরকার হবে না ই পাশের। কিন্তু থাকতেই হবে স্মার্ট কার্ড। মেট্রো কর্তৃপক্ষ তরফ থেকে এ কথা জানানো হয়েছে।
ওই দিন থেকে দৈনিক আরো বারোটি মেট্রো সংখ্যা বাড়ানো হচ্ছে সোম থেকে শুক্র পর্যন্ত। এতদিন পর্যন্ত সোম থেকে শুক্র দৈনিক মেট্রো চলত ২২৮ টি, আগামীকাল থেকে সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৪০।
সোম থেকে শুক্র কবিসুভাষ ও দমদম থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা, নোয়াপাড়া থেকে সাতটা নয় মিনিটে। কবি সুভাষ ও দমদম থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৩০ এ, নোয়াপাড়া থেকে রাত ৯:২৫ এ। শনি ও রবিবার এর মেট্রো পরিষেবার কোন পরিবর্তন হচ্ছে না।