রাম মন্দিরের জন্য দান

পেশায় তিনি সরকারি চাকুরীজীবী। চাকরি পাওয়ার আগে থেকেই সামাজিক কল্যাণমূলক কাজ, অনাথ আশ্রম ,বৃদ্ধাশ্রম সব জায়গায় নিজের সামর্থ্য মতন সাহায্য করে আসছেন বছর সাতাশের সুকান্ত মন্ডল ।
চাকরি পাবার পরও তিনি তার সাহায্যের হাত সারাক্ষণই অসহায়দের দিকে বাড়িয়ে রেখেছেন। এবার তিনি ২১হাজার ৬০ টাকা দান করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে। রাম মন্দিরের জন্য তার এই দানকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
আগামী দিনে তার ইচ্ছে কোনো অনাথ আশ্রম কিংবা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার। তার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাই।