দুর্ঘটনায় মৃত সাংবাদিক

পথদুর্ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু ও আর এক সাংবাদিকের অবস্হা আশংকাজনক।পুলিশ সূত্রে জানা গিয়েছে,আজ ভোরে লর্ডসের মোড়ে বাড়ি ফেরার সময়ে বাইক স্কিড করে গিয়ে গাছে ধাক্কা মারে। পুলিশ দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাংবাদিক সোহম মল্লিককে মৃত বলে ঘোষনা করে। আর গুরুতর আহত ময়ূখরঞ্জন ঘোষকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে।এরা দুজনেই এক বেসরকারী টিভি চ্যানেলের সাংবাদিক।