দল ঘোষণা সিদ্দিকীর

জল্পনা চলছিল অনেকদিন ধরেই তার অবসান ঘটালেন আব্বাস সিদ্দিকী।
‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ‘ ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে নিজের দল ঘোষণা করলেন।
দলিত, সংখ্যালঘু ,মুসলিম পিছিয়ে পড়া মানুষদের নিয়ে তিনি এই দল গঠন করেছেন একথা দাবি করেন দলের পৃষ্ঠপোষক সিদ্দিকী।
মহ. নওশাদ সিদ্দিকী কে দলের পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান এবং শিমাল সোরেন কে দলের সভাপতি ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, “আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামবে । স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বহু রাজনৈতিক দল তৈরি হয়েছে তারা নিজেদের সেক্যুলার বলে মানুষের কাছে পরিচয় দিয়ে আসছেন, কিন্তু ভোটে জেতার পর তাদের সেই কথার কোন অর্থ থাকে না। এখনো পর্যন্ত রাজ্যের বহু মানুষ শিক্ষা, স্বাস্থ্যের আলো থেকে পিছিয়ে রয়েছে’।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে আমি এবারের বিধানসভায় কোনো আসনে লড়বো না, আমি হলাম ‘কিং মেকার’। বিভিন্ন রাজনৈতিক দল তার সাথে বাম ও কংগ্রেস তাদের সাথে কথা বলেছেন আগামী বিধানসভা ভোটের মহাজোট নিয়ে।
সিদ্দিকী স্পষ্ট করে দেন যে তাদের নীতির সাথে কোন রাজনৈতিক দলের নীতি যদি সমান হয় তাহলে তারা তাদের দলের সাথে যুক্ত হতে পারেন।
আগামী বিধানসভা ভোটের জন্য এই নতুন দল গড়া আব্বাস সিদ্দিকীর কতটা লাভবান হবে তা সময়ই বলে দেবে।