ভারতে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমে প্রায় ১.৮৫ লক্ষ হয়েছে
ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশই কমছে। আজ সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৫ হাজার ৬৬২।
দেশে এখন মোট সক্রিয় রোগীর হার ১.৭৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই একই সময় আরোগ্য লাভ করেছেন ১৭ হাজার ১৩০ জন।
২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজারের নিচে রয়েছে।
এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩ লক্ষ ৮৩৮ জন।
দেশে আরোগ্য লাভের হার আজ বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৮২ শতাংশ।
বর্তমানে আরোগ্য লাভ এবং সক্রিয় রোগীর মধ্যে পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ১৫ হাজার ১৭৬।
২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আরোগ্য লাভের হার জাতীয় গড়ের থেকেও বেশি।
দেশ ব্যাপি কোভিড-১৯ টিকা দান প্রক্রিয়ার আওতায় ২৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১৩ লক্ষ ৯০ হাজার ৫৯২ জন টিকা গ্রহণ করেছেন।
গত ২৪ ঘন্টায় ৬ হাজার ২৪১টি টিকাদান পর্বের মাধ্যমে ৩ লক্ষ ৪৭ হাজার ৯৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ২৪ হাজার ৪০৮টি টিকাদান পর্ব সম্পন্ন হয়েছে।