বিজেএমসির নেতাজি স্মরণ

২৩শে জানুয়ারি( ভারতীয় জনতা মজদুর সেল) যাদবপুর মণ্ডল ১ এর সভাপতি শ্রী ইন্দ্রনীল ব্যানার্জী ও সাধারণ সম্পাদিকা মাননীয়া রঞ্জু শাও এর উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫তম জন্ম বার্ষিকী পালন করা হলো,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্রী রাহুল সিনহা মহাশয়,রাজ্য বিজেপি সম্পাদিকা মাননীয়া সংঘমিত্রা চৌধুরী মহাশয় বিশিষ্ট অভিনেতা ও বিজেপি নেতা সুরজিৎ চৌধুরী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুরের লড়াকু নেতা শ্রী শান্তনু সরকার মহাশয় এবং মন্ডল ও জেলা স্নেতৃত্ব,সকাল ৯ঘটিকায় ৯৯ নং ওয়ার্ড থেকে নেতাজির কে নিয়ে একটি প্রভাত ফেরি শুরু হয় এবং শেষ হয় ৯৬নং ওয়ার্ডে।।।