বিরিয়ানি খেতে দাম দিতে হবে দ্বিগুণ

এখন থেকে সস্তায় খাওয়ার দিন শেষ আজ বাজেট অধিবেশনের প্রথম দিন থেকেই খাবারের দাম বাড়লো সংসদে। সংসদ ভবনের ক্যান্টিনে ৬৫ টাকার বিরিয়ানির দাম গিয়ে ঠেঁকলো ১৫০ টাকায়। ভেজ মিলের দাম হচ্ছে ১০০ টাকা। এছাড়া যদি ননভেজ খেয়ে মধ্যাহ্নভোজ সারতে হয় তাহলে পকেট থেকে খসাতে হবে ৭০০ টাকা ।
সূত্র মারফত জানা গেছে এর ফলে বছরে বাঁচবে প্রায় ৮ কোটি টাকা। অর্থাৎ আজ থেকে সংসদ ভবনে ক্যান্টিনে ভর্তুকি তুলে নেওয়া হল। এ বিষয়ে কিছু দিন আগে স্পিকার ওম বিড়লা জানিয়েছিলেন।
২০১৩-১৪ সালে ভর্তুকি দেওয়া হতো প্রায় ১৪ কোটি টাকা। সাংসদরা মাঝেমধ্যেই প্রশ্ন তুলেছিলেন যে যখন কিছু জায়গায় ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে তখন ক্যান্টিনে ভর্তুকির দরকার কি। কিন্তু ভর্তুকি সম্পূর্ণভাবে সেভাবে তোলা হয়নি । অবশেষে বাজেট অধিবেশনের প্রথম দিনেই ভর্তুকি তোলা হলো সংসদ ভবনে।