সিবিএসই দ্বাদশ দশম শ্রেণির পরীক্ষা

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সূচি প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ৪ মে থেকে ১০ জুন পর্যন্ত পরীক্ষা চলবে বলেই জানানো হয়েছে। পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৫ জুলাই। উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আগেই জানিয়েছিলেন, এ বছরের মে থেকে জুন পর্যন্ত সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা চলবে। তিনি আরও জানিয়েছেন, লিখিত পরীক্ষা হবে অফলাইনে। করোনা আবহে সিলেবাস কমানো হয়েছে। ১ মার্চ থেকে স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। তবে কোনও স্কুল যদি করোনার কারণে এই সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে না পারে, তাহলে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে বলেও জানানো হয়েছে। এদিন পরীক্ষাীর্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বোর্ড জানিয়েছে, কোভিডবিধি সতর্কতা মেনেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। পরীক্ষার্থীরা সিবিএসই-র ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।