বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২১

আজ কলকাতা প্রেস ক্লাবে কলকাতাস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৌফিক হাসান, ডেপুটি হাই কমিশনার বাংলাদেশ, মফক্কুল আহমেদ, প্রেস সেক্রেটারি এবং রেজাউল ইসলাম, শিক্ষা সচিব।
তৌফিক হাসান বলেন, কলকাতার নন্দন ১,২ ও ৩ প্রেক্ষাগৃহে ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব চলবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে মোট ৩২ টি বাংলাদেশের তথ্য চিত্র এবং স্বল্প দৈর্ঘ্যের সিনেমা দেখানো হবে।
উল্লেখ করা যেতে পারে, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে কেন্দ্র তথ্যচিত্র স্বল্পদৈর্ঘ্যের সিনেমা এবং অন্যান্য ছবিও থাকছে এই উৎসবে। এছাড়া, ৬ ফেব্রুয়ারি কলকাতার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জীবিত ভারতীয় ব্যক্তি যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদেরকে সম্মানিত করা হবে বিকেল তিনটের সময় ।
৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এ থাকছে চিত্রপ্রদর্শনী।