এখনই খুলছে না কলেজ ও বিশ্ববিদ্যালয়

এখনই খুলছেনা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়। আজ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ক্লাস শুরুর ব্যাপারে সেই বৈঠকে আলোচনা হয়।
বৈঠকের শিক্ষামন্ত্রী জানান, মার্চ মাসে সমস্ত বিজোড় সেমিস্টারের পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে। এছাড়া জানানো হয় যেহেতু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিসর অনেক বেশি তাই সব জায়গায় কোভিড প্রটোকল মানা সম্ভব হবে না। এ ক্ষেত্রে শুধুমাত্র ল্যাবরেটরি খোলার অনুমতি দেওয়া যেতে পারে যদিও সেটি গবেষণার ক্ষেত্রে ।
উল্লেখ্য গত বছর মার্চ মাস থেকে রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বন্ধ । গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুল খোলার ভাবনা চিন্তা চলছে, তবে সে ক্ষেত্রে অবশ্যই মানতে হবে কোভিড প্রটোকল ।
এছাড়া রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি ইতিমধ্যেই প্রকাশ করেছে পর্ষদ। তবে প্রাথমিকভাবে স্কুল খোলা হলেও ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাকি শ্রেণীর ক্ষেত্রে ধীরে ধীরে কিভাবে ক্লাস শুরু হবে তা পরে জানানো হবে সরকারের তরফ থেকে।