কেন্দ্রীয় বাজেট ২০২০-২১ আয়ুষ ক্ষেত্রে বিকাশের পথ মজবুত করেছে বলে বিশেষজ্ঞদের মত
কেন্দ্রীয় বাজেট আয়ুষ ক্ষেত্রকে প্রসারিত করে এর পথ আরও মজবুত করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করে আয়ুষ মন্ত্রকের জন্য ২,৯৭০.৩০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই বরাদ্দের পরিমাণ আগের চেয়ে ৪০ শতাংশ বেশি। আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে গত ৪ ফেব্রুয়ারি আয়ুষ ক্ষেত্রের জন্য কেন্দ্রীয় বাজেটের প্রভাব নিয়ে এটি আলোচনা সভার আয়োজন করা হয়। ন্যাশনাল মেডিসিনাল প্লান্টস বোর্ড, সম্প্রতি ঔষধি প্রকল্পের জন্য ৪ হাজার কোটি টাকা নির্ধারিত করে রেখেছে। এর পাশাপাশি ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন পাঁচ বছরের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করে রেখেছে। আয়ুষ বিতরণ ব্যবস্থার ক্ষেত্রে আয় গতবারের ১২২ কোটি টাকা থেকে বেড়ে এবছর ২৯৯ কোটি টাকা হয়েছে। এর পাশাপাশি, ২০২১-২২ আর্থিক বছরে বাজেট বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পায় আয়ুষকে আরও শক্তিশালী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।