এবার পুরোদমে খুলছে তারকেশ্বর মন্দির
গর্ভগৃহ খুলল তারকেশ্বর মন্দিরের । আজ থেকে। করোনা আবহের জেড়ে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল গত মার্চ মাসে । কিন্তু মাস পাঁচেক আগে মন্দির খোলা হয়, তবে গর্ভগৃহে ঢোকার অনুমতি ছিল না। আগামী মাসে শিবরাত্রি, আর তার এক মাস আগে তারকেশ্বর মন্দির খুলছে। সূত্রের খবর রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এবার ভক্তরা অনুমতি পাবেন গর্ভগৃহে প্রবেশ করার।
দরজা খুললেও মানতে হবে করোনা বিধি।
গর্ভগৃহে প্রবেশ করা যাবে শুধুমাত্র ফুল, বেলপাতা, জল নিয়ে।
কোনরকম ধূপ, মোমবাতি জালানো যাবে না।
মন্দিরে প্রবেশ করতে হলে পড়তে হবে মাস্ক।
একেবারে কুড়ি জন গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন ।