দু বছর পূর্ণ

আজ ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলার দ্বিতীয় বর্ষ পূর্ণ হলো । ভালোবাসার এই দিনটিতে পাকিস্তানি জয়েশ-ই-মহম্মদ জঙ্গিদের আত্মঘাতী হানায় প্রাণ কেরেছিল দেশের ৪০ জন সিআরপিএফ জওয়ানের। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ৭৮টি বাসের সিআরপিএফের কনভয়ে ঢুকে পড়েছিল এক জঙ্গি। এটি কাশ্মীরে বিগত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা। ঘটনার ১২ দিন পর পাকিস্তানের বালাকোটে জয়েশ জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে এয়ার স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল মাসুদ আজহারের জঙ্গিঘাঁটি। পুলওয়ামায় ঘটে যাওয়া এই ঘটনা এবং নিহত ভারতীয় বীর সৈনিকদের প্রতি আমাদের শ্রদ্ধা।