দাবি নাগরিকত্বের

নিঃশর্তভাবে ভারতীয় নাগরিকত্ব এবং তার সাথে আর্থসামাজিক উন্নয়ন সহ বেশকিছু দাবিতে আজ এক সাংবাদিক সম্মেলনে করলেন রাষ্ট্রীয় মতুয়া সমন্বয় পরিষদ। তারা অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে মতুয়া, উদ্বাস্তু বৈষ্ণবদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে গেছেন। কিন্তু ভোটে জেতার পর তাদের কোনো খোঁজ তারা নেননি। মতুয়াদের মাথা তুলে বাঁচবার জন্য কোন কাজ সরকার করেনি। রাজনীতিতে পরিবার তন্ত্রকে তারা কোনদিন সমর্থন করে না বলে জানালেন পরিষদের অন্যতম সদস্য ডঃ সুকেশ চৌধুরী। তিনি বলেন,রাজনৈতিক হিংসা সবচেয়ে বেশি হয়ে থাকে দলিতদের উপর। তারা আশাবাদী যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব নিয়ে যে আশ্বাস দিয়েছেন, সেটি তিনি পূর্ণ করবেন। উল্লেখ্য, যেমনভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর ভরসা রাখছেন তার বিপরীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ রাজ্য সরকার প্রতিশ্রুতি দিলেও নির্বাচন হয়ে গেলে সেই প্রতিশ্রুতির কোন আশানুরূপ ফল তারা পাননি। তাদের অন্যান্য দাবি-দাওয়া গুলির মধ্যে: ১) মতুয়া ভক্তদের মধ্যে থেকে রাজনৈতিক জনপ্রতিনিধি করতে হবে, ২) ঠাকুর হরিচাঁদ এর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে হবে, ৩) মতুয়া-সাধু-গোঁসাই-পাগলদের সরকারি ট্রেনে বাসে বিনা পয়সায় যাতায়াতের ব্যবস্থা, এবং ৪) মতুয়া সংগীত শিল্পীদের মাসিক ভাতা।এই সমস্ত দাবি নিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ধর্মতলার রানী রাসমণি এভিনিউতে ঐতিহাসিক মতুয়া মহা সমাবেশ করতে চলেছে রাষ্ট্রীয় মতুয়া সমন্বয় পরিষদ।