পূর্ণ সমর্থন
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দল আর জে ডি তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থন করবে। নবান্নে আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর আরজে ডি নেতা তেজস্বী যাদব একথা জানান। তিনি বলেন, দেশকে ভাঙার হাত থেকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে।সে কারণে এরাজ্যে তিনি সমস্ত আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনের আহ্বান জানান। এখানে তার দল আলাদা প্রার্থী দেবে না বলেও তেজস্বী জানিয়েছেন। তবে এরাজ্যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেও তার কোন প্রভাব বিহারে বাম কংগ্রেসের সঙ্গে আরজে ডির জোটের ওপরে পড়বে না বলেও তার দাবি।