এই প্রথম জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মচারীরা দিতে পারবেন ভোট

জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মচারীরা এবার থেকে নিজের ভোট দিতে পারবেন । এমনটাই জানালো নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত অত্যাবশ্যক কাজের সাথে যুক্ত কর্মীরা নিজেদের অফিসের কাজের জন্য নিজেদের কেন্দ্রে ভোটের দিন ভোট দিতে পারতেন না। এবার থেকে তারা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে।
নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল ভোট কর্মী ছাড়া এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তিন ক্যাটাগরির ভোটার। যাদের বয়স ৮০ উর্ধ্বে , যারা শারীরিকভাবে অক্ষম (বেঞ্চমার্ক সার্টিফিকেট আছে ) এবং যারা করোনায় আক্রান্ত ।
নির্বাচন কমিশন জানিয়েছে, জরুরি পরিষেবার সাথে যুক্ত যারা রয়েছেন যেমন রেলের কর্মচারী, মেট্রো রেল কর্মচারী, ডাক বিভাগে যুক্ত কর্মচারী, সংবাদমাধ্যম এবং অসামরিক বিমান পরিবহনের সাথে যুক্ত কর্মীরা তাদের নিজেদের ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। কার্যত এই পোস্টাল ব্যালটের সাথে যুক্ত হলো অত্যাবশ্যকীয় কাজের সাথে যুক্ত মানুষরা নির্বাচন কমিশনের এই প্রথম প্রয়াস।