দুই মন্ত্রীর লড়াই টালীগঞ্জে

কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রীর আপাতত লড়াই হতে চলেছে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। বিজেপির পক্ষ থেকে আজ ৬৩টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হলো। সেখানে জায়গা পেলেন ৪ সাংসদ ।
হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।
টালিগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ যখন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টালিগঞ্জ থেকে লড়ার একা ইঙ্গিত দিয়েছিলেন। আপাতত তিনি নিজে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে।
২০১৯ লোকসভার নিরিখে টালিগঞ্জ বিধানসভায় প্রায় ৩২ হাজার ভোটে বিজেপি তৃণমূলের থেকে পিছিয়ে ছিল। সেটা ছিল লোকসভার প্রার্থী নির্বাচন। কিন্তু তার মাঝে প্রায় দু বছরে গঙ্গায় অনেক জল বয়ে গিয়েছে। রাজ্য রাজনীতিতে অনেক অদল বদল হয়েছে, জনমানসে প্রতিক্রিয়াও পড়েছে। টালিগঞ্জের ক্ষেত্রেও কি প্রতিক্রিয়া পরে সেটা জানা যাবে ২ মে।
আসানসোল থেকে বাবুল সুপ্রিয় পরপর দুবারের জয়ী সাংসদ। কেন্দ্রের মন্ত্রী সভাতেও দুবারই জায়গা পেয়েছেন তিনি।
আগামীতে রাজ্যের মন্ত্রী ও কেন্দ্রের মন্ত্রীর ভেতর জোর লড়াই হতে চলেছে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, মত বিশেষজ্ঞ মহলের ।