প্রতি বিধানসভায় চারটি করে কিউ আর টি টিম
আপাতত প্রতি বিধানসভায় চারটি করে QRT টিম থাকবে।প্রতি টিমে এক সেকসন করে থাকবে কেন্দ্রীয় বাহিনী মানে আটজন।এটাই রাজ্যের সব বিধানসভায় থাকবে এই নিয়মে।
এবার প্রথম সব মহকুমাশাসক ও মহকুমা পুলিশ শাসকের কাছে থাকবে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর।