অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বিজেপি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত করে তাদের ভয় দেখিয়ে নন্দীগ্রামে নির্বাচন করাতে চাইছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের নেতা ডেরেক ও ব্রায়েন এর নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। পরে দলের সদস্যা শশী পাঁজা বলেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতকাল সেখানকার বোয়াল গ্রামে ও আজ সোনাচূড়ায় যেভাবে তৃণমূল কর্মীদের উপরে হামলা চালিয়েছে সেটা পূর্ব পরিকল্পিত। শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন ঐ কেন্দ্রের বিজেপি প্রার্থী র প্ররোচনাতেই তারা অশান্তি করছে। তারা দুটি ঘটনা তদন্তের আর্জি জানিয়েছেন। এইদিকে আজকের ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে বলে জানা গিয়েছে।