করোনা নিয়ে সতর্ক প্রশাসন

দেশে করণা নতুন সংক্রমনের সংখ্যা দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে করো না বিড়ি নিয়ে রাস্তাঘাটে কেমন সর্তকতা চোখে পড়ছে না। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারেও ধরা পরল সেই একই চিত্র।
রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৭ মার্চ। তার আগে রাজ্যে সব জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার দের নিয়ে নবান্নে ভিডিও কনফারেন্স করলেন মুখ্য সচিব। রাজ্যে ফের করোনা সংক্রমিত রোগীর সংখ্যা উদ্বিগ্ন প্রশাসন। ভোট করানোর জন্য বুথে বুথে ভোট কর্মীরা যেতে শুরু করে দিয়েছেন। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও নির্বাচনী এলাকায় চলে গিয়েছে।
তাঁরা যাতে কেউ করোনা সংক্রমিত না হন তার জন্য উপযুক্ত বাব্যাস্থা কি নেওয়া হয়েছে সে বিষয়ে আলোচনা করেন, সূত্র মারফত জানা গেছে। বিশেষত নির্বাচনের জন্য রাজনৈতিক প্রচার যাতে করোনা বিধি মেনে হয়, সে দিকে নজর দিতে বলা হয়েছে বৈঠকে । মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতমূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে লক ডাউন আর কন্টেনমেন্ট জোন নিয়ে যে রাজ্য জুড়ে যে গুজব ছড়িয়েছে টা ভিত্তি হীন বলে জানা গেছে