50% বুথে ওয়েব কাস্টিং করতে হবে

যতগুলো স্পর্শকাতর আছে ন্যূনতম 50 শতাংশ বুথে ওয়েব কাস্টিং করতে হবে। ফুল বেঞ্চ এর বৈঠকে কমিশন এমনটাই ডিএম sp দের নির্দেশ দিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত ভোট হবে।প্রত্যেকটি বুথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। কমিশনের ফুলবেনট এমনটাই নির্দেশ ডিএম sp der। ঝামেলা হলে যদি আমরা কোন ফুটেজ না পাই তার দায় নিতে হতে পারে এসপি এবং ডিম দের। তাই আপনারা বিষয়টির উপর বিশেষভাবে নজর দিন। উড়িয়ে দেবেন না সতর্ক থাকুন।ওয়েব কাস্টিং প্রসঙ্গে এমনটাই ডিএম এসপি দের বলেছে ফুল বেঞ্চ। বর্ধমানের বোমার আঘাতে এক শিশুর আহত হওয়ার ঘটনার জেরে উদ্বিগ্ন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এত বোম কি করে উদ্ধার হচ্ছে? ভোট গ্রহণের আগে বা ভোট গ্রহণ চলাকালীন যদি ফাটে তাহলে ভোটদানের হার কমে যাবে। বোম উদ্ধারে আরো সচেষ্ট হন আপনারা। কমিশনের ফুলবেনট এস পি,ডিএম এসপিদের বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন। সব জেলারই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পশ্চিম বর্ধমানের ডিএম এর কাছে অসন্তোষ প্রকাশ ফুল বেঞ্চের। হাওড়া গ্রামীণ এসপিকে আরো কাজে মনোযোগী হবার নির্দেশ।মূলত সৌমজিৎ রায়ের জায়গায় নতুন এসপি এসেছেন তাকে বিশেষ করে মনোযোগী হতে বলল। কমিশন সূত্রে খবর ওই শিশুটির শারীরিক অবস্থা কেমন তা এদিন খোদ জানতে চান মুখ্য নির্বাচন কমিশনার। রাজ্যে ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। প্রয়োজন হলে তার বেশিও পাঠাতে পারি। আপনারা যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে রাখুন। বিবেক দুবে অজয় নায়েক কে বিশেষ পরামর্শ কমিশনের ফুল বেঞ্চের। বৈঠক চলাকালীন ডিএম এসপি দের তা ইঙ্গিত দিয়ে দেন কমিশনের ফুল বেঞ্চ।