কড়া নজর স্ট্রং রুমেও

গত শনিবার ২৭ মার্চ প্রথম দফা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইভিএম এবং ভিভিপ্যাড ইতিমধ্যেই নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে স্ট্রং রুমে। এই ৩০ টি বিধানসভা কেন্দ্রের জন্য রয়েছে ৩০ টি স্ট্রং রুম।
কমিশন সূত্রে খবর দিনের ৩ শিফটে এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনীর পাহারা থাকছে স্ট্রং রুমের বাইরে। স্ট্রং রুম পরিদর্শনের জন্য যেতে পারবেন সংশ্লিষ্ট বিধানসভার রিটার্নিং অফিসার। সেই রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে সেখানে যেতে পারবেন এ আর ও, এসপি, রাজনৈতিক দলের কর্মীরা। ২৪ ঘন্টা সিসিটিভির নজরদারিতে থাকছে এই স্ট্রং রুম।
এছাড়া সংশ্লিষ্ট বিধানসভার রিটার্নিং অফিসারকে প্রতিদিন দুবার করে সেই স্ট্রং রুম পরিদর্শনে যেতে হবে। শুধু তাই নয় করতে হবে ভিডিওগ্রাফি। প্রতিদিনের রেকর্ড তাকে কমিশনের কাছে জমা দিতে হবে। এছাড়া পাহারারত কেন্দ্রীয় বাহিনীর কাছে থাকবে লগবুক। সেই লগবুকে কারা স্ট্রং রুম কারা পরিদর্শনে আসছেন,কেন আসছেন এবং কোন সময় আসছেন কখন যাচ্ছেন সবকিছু নথি লিখে রাখতে হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর।