২য় দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ৯২.৬৬ লক্ষ টাকা
রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনে ভোট গ্রহণ হবে বাঁকুড়া, তালডাংরা, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়, খড়গপুর সদর, চন্ডিপুর, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল, নন্দকুমার, ময়না, পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, তমলুক, সাগর কাকদ্বীপ, পাথরপ্রতিমা, গোসাবা এই ৩০ টি বিধানসভা কেন্দ্রে। এই দফায় মোট ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
প্রার্থীরা নিজেদের যে হলফনামা জমা দিয়েছেন তাতে জানা যাচ্ছে:
১৭১ জন প্রার্থীর মধ্যে ৪৩(২৫%) জনের বিরুদ্ধে স্বঘোষিত ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে 36 জনের বিরুদ্ধে স্বঘোষিত গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে ২৬(১৫%) জন প্রার্থী কোটিপতি। এই দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ৯২.৬৬ লক্ষ টাকা।
এই দফায় ৪৬ জন প্রার্থীর বয়স ২৫-৪০ বছরের মধ্যে, ৯২ জন প্রার্থীর বয়স ৪১-৬০ এর মধ্যে, ৩৩জন প্রার্থীর বয়স ৬১-৮০ বছরের মধ্যে।
দ্বিতীয় দফা নির্বাচনে ১৭১ জন প্রার্থীর মধ্যে ১৯(১১%) জন প্রার্থী মহিলা।
তথ্য: ADR & West Bengal election watch