তৃতীয় দফায় মোট ৬১৮ কোম্পানি : সূত্র কমিশন

প্রথম ও দ্বিতীয় দফা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশনের তৃতীয় দফায় রীতিমতন ভাবে জোরদার করে নিরাপত্তা আঁটোসাঁটো করতে চলেছে। এই দফায় হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার মোট ৩১ টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে আগামী ৬ই এপ্রিল।
তাই কোনভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর রয়েছে প্রশাসন সেই মতন চলছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।
কমিশন সূত্রে খবর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক এর জন্য থাকবে ১৩০ কম্পানি, ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক এর জন্য থাকবে ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক এর জন্য ৬৪ কোম্পানি, এছাড়া হুগলি গ্রামীণ অঞ্চলের জন্য থাকবে ১৬৭ কোম্পানি, হাওড়া ব্রোমিন এর জন্য ১৩৩ ও কমিশনারেটের জন্য ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
সূত্রে মারফত আরো জানা গেছে তৃতীয় দফায় বুথের সিসি ক্যামেরা এবং ওয়েব কাস্টিং এর উপর বিশেষভাবে নজর দিতে চাইছে কমিশন। যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে।
উল্লেখ্য আগামী ৮ এপ্রিলের মধ্যে রাজ্যে দুইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, বর্তমানে রাজ্যের রয়েছে মোট ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার ফলে রাজ্যে মোট ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর।