বাধ সাধলো কমিশন

তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের দের জুন মাস থেকে 1000 ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে একটি toll free নম্বর চালু করে নাম নথিভুক্ত করার কাজ শুরু করেছিল তৃণমূল। কমিশনের নজরে সেটি আসার পরই, আটকে দিল কমিশন। এদিন নির্বাচন কমিশন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নির্বাচনী আচরণবিধি চলাকালীন টোল ফ্রী নম্বর দিয়ে নাম নথিভুক্তকরণ করা যাবে না।