এক ঝলকে তৃতীয় দফা:

মোট প্রার্থী: ২০৫ জন। পুরুষ প্রার্থী: ১৯২,মহিলা প্রার্থী: ১৩ জন। বিধানসভা কেন্দ্র: ৩১ টি: বাসন্তী, কুলতলী, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, উলুবেরিয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়নপুর, জগৎবল্লভপুর, জাঙ্গিপারা, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুড়শুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল। মোট বুথ: ১০৮৭১। মোট ভোটার: ৭৮৫৬৪৭৪(সার্ভিস ভোটার সমেত)। পুরুষ ভোটার: ৩৯৯৭২১৮। মহিলা ভোটার: ৩৮৫৯০১৩। তৃতীয় লিঙ্গের ভোটার: ২৪৩ জন। ৮০+ ভোটার: ১২৬১৭৭। পি ডব্লিউ ডি ভোটার: ৬৪০৮৩। মোট বুথের সংখ্যা: ১০৮৭১।