এবার ক্ষুব্ধ ‘ পি কে’
নিউজ ডেস্ক:২০২১ এর নির্বাচনী বৈতরণী পার করার জন্য মমতা ব্যানার্জি তার জন্য নিয়ে এসেছেন তার সৈনিক প্রশান্ত কিশোর।যার হাত ধরে ২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে সরকারে আসে নরেন্দ্র মোদি।কিন্তু এই তৃণমূল দলের ম্যানেজমেন্ট কন্ট্রোল হচ্ছে না প্রশান্ত কিশোরের হাতে।তৃণমূল দলের অভ্যন্তরে গুঞ্জন প্রশান্ত কিশোর এর বক্তব্য শুনছেন না দলের বিধায়কদের একাংশ।
প্রশান্ত কিশোর বেঁধে দেয়া সময়সীমা পেরিয়ে গেছে ১০ দিন।কিন্তু তাও প্রতি কেন্দ্র পিছু দশজন নিচুতলার কর্মীর নাম দিতে পারেননি অনেকে।তৃণমূলের ২০৮ জন বিধায়ক এর মধ্যে গত শুক্রবার অব্দি মাত্র ১২৫ জন তাদের তালিকা জমা দিয়েছেন প্রশান্ত কিশোরের টিমের হাতে। এতেই বেজায় ক্ষুব্ধ এবং বিরক্ত’ প্রশান্ত কিশোর।সরাসরি অভিযোগ করেছেন তিনি এ বিষয়ে দল নেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের কাছে।